মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ মুহুর্তে সাহায্য করার জন্য আমাদের এই
ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চেষ্টা করছি সকলকে কিছু শর্ট প্রশ্ন সহকারে সাহায্য করার
জন্য। এগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে সাথে বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে
ইতিহাস বিষয়ক বিভাগে খুবি কাজে লাগবে। চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব।
২১. আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানি বাহিনীর নেত্রী ছিলেন কে?
উঃ লক্ষী স্বামীনাথন
২২. ভারতীয় সংবিধানে প্রথম
ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কতগুলি?
উঃ ১৪
২৩. ‘সরকারি
ভাষা আইন’ পাস হয় কবে?
উঃ ১৯৬৩ সালে
২৪. গদর শব্দের অর্থ কী?
উঃ বিপ্লব
২৫. কে কত সালে বঙ্গভঙ্গ
কার্যকর করেন?
উঃ ১৯০৫ সালে লর্ড কার্জন
২৬. ‘কংগ্রেস সোশালিস্ট পার্টি’ প্রতিষ্ঠা হয় কবে?
উঃ ১৯৩৪ খ্রীঃ
২৭. সন্নাসী-ফকির
বিদ্রোহের নেতা হলেন?
উঃ ভবানী পাঠক
২৮. ‘জীবন্সমৃতি’ নামক
আত্মজীবনীটি রচনা করেন কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২৯. ‘উডের
ডেস্প্যাচ’ প্রকাশিত হয় কবে?
উঃ ১৮৫৪ খ্রিস্টাব্দে
৩০. ‘তেভাগা’ আন্দোলনের
একজন নেত্রী হলেন কে?
উঃ সুদীপা সেন
৩১. কে প্রথম ‘জাতীয় শিক্ষা’ কথাটি ব্যবহার করেন?
উঃ প্রসন্নকুমার ঠাকুর
৩২. ‘ক্যালকাটা
ফিমেল স্কুল’ প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ১৮৪৯ খ্রীঃ
৩৩. ‘নীলদর্পন’ নাটকের
ইংরেজি অনুবাদ করেন কে?
উঃ মধুসুদন দত্ত
৩৪. ‘ট্রেন টু
পাকিস্তান’ গ্রন্থের লেখকের নাম কী?
উঃ খুশবন্ত সিং
৩৫. বাংলার গুটেনবার্গ
নামে পরিচিত ছিলেন কে?
উঃ চার্লস উইলকিন্স
৩৬. মোপলা বিদ্রোহ কোন্
অঞ্চলে হয়েছিল?
উঃ মালাবার অঞ্চলে
৩৭. ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে?
উঃ চার্লস উইলকিন্স
৩৮. ভারতের কমিউনিস্ট
পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২৫
৩৯. কোলবিদ্রহ শুরু হয় কবে?
উঃ ১৮৩১
৪০. ‘জাতীয়
শিক্ষা পরিষদ’ গঠিত হয় কবে?
উঃ ১৯০৬
© Reserved by EduReja
Checkout
: মাধ্যমিক (২০১৮) ভূগোলের ৮১টি সম্ভাব্য MCQ
0 comments:
Post a Comment