প্রস্তুতি 2 : Indian Railway Group D & Group C - EDUREJA

Latest News

প্রস্তুতি 2 : Indian Railway Group D & Group C


আমরা রোজ 15-20 টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে থাকবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। এবং যদি কোনো উপদেশ অথবা আপনার কাছে কোনো তথ্য থেকে থাকলে সেগুলি সকলের সাথে ভাগ করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে। আজ শুরু করা যাক দ্বিতীয় পর্ব-

১. কাবেরী জলবিরোধ সংক্রান্ত বিষয়ে নিচের কোন্‌ রাজ্যটি জড়িত নয়?
অ) কেরালা
আ) অন্ধ্রপ্রদেশ
ই) তামিলনাডু

২. মানবদেহে লেডজনিত দূষীত পদার্থ দূর করতে ব্যবহার করা হয়-
অ) Ca-EDTA
আ) DMG
ই) সিস প্লাটিন
ঈ) জাইসের লবণ

৩. মহম্মদ বিন কাশিম ভারত আক্রমন করেছিলেন কবে?
অ) ৭১২ খ্রিঃ
আ) ৭১৩ খ্রীঃ
ই) ৭০৫ খ্রীঃ

ঈ) ৭২১ খ্রীঃ

৪. বিধানসভায় রাজ্যপাল যতজন ইঙ্গ-ভারতীয় সদস্য নিয়োগ করেন-
অ) ১ জন
আ) ২ জন
ই) ৩ জন
ঈ) ৪ জন

Check out : West Bengal Madhyamik 2018 : Exam Suggestions

৫. মানুষের ফুসফুস বায়ু ধারকত্বের (ভাইটাল ক্যাপাসিটি) পরিমাণ হল-
অ) ৩৫০০ মিলিমিটার
আ) ৪৫০০ মিলিমিটার
ই) ৫০০ মিলিমিটার
ঈ) ১২০০ মিলিমিটার

৬. অ্যালকোহলের হিমাঙ্ক কত?
অ) ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড

আ) -১৩০ ডিগ্রি সেন্টিগ্রেড
ই) -৬০ ডিগ্রি সেন্টিগ্রেড
ঈ) -৫০ ডিগ্রি সেন্টিগ্রেড

৭. ৬১৮৫৪, ? , ৪৮৬১৪৫৮
অ) ১৬৪
আ) ১৬০
ই) ১৬৮
ঈ) ১৬২

৮. ১১১ : ৩৭ :: ১২৩ : ?
অ) ৪১
আ) ৩১
ই) ২১

৯. ভেল অফ স্ট্র্যামথুর’ কোথায় অবস্থিত?
অ) রুমানিয়ায়
আ) সাইবেরিয়ায়
ই) স্কটল্যান্ডের মিডল্যান্ড ভ্যালিতে
ঈ) কর্সিকায়

১০. ভারতের কোনো রাজনৈতিক দলের পতাকা ও প্রতীক কে নির্ধারণ করে থাকে?
অ) রাষ্ট্রপতি

আ) বিচার বিভাগ
ই) আইন বিভাগ
ঈ) নির্বাচন কমিশন

১১. ভারতের জাতীয় পশু 
অ) প্যানথেরা ইউনিক্যাল
আ) প্যানথেরা টাইগ্রিস
ই) প্যানথেরা ওন্‌ফা
ঈ) কোনোটি নয়

Check out : West Bengal Madhyamik 2018 : Exam Suggestions

১২. হিমাচল প্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর নাম কী?
অ) সুরেশ ভরদ্বাজ

আ) মহেন্দ্র সিং
ই) জয়রাম ঠাকুর
ঈ) নীরজ নায়ার

১৩. কোনো আসলের ২% হারে ২ বছরের সরল সুদ ৬০ টাকা হলেচক্রবৃদ্ধি সুদ কত হবে?
অ) ৬০.৬০ টাকা
আ) ৫০.৫০ টাকা
ই) ৮০.৬০ টাকা

ঈ) ৮০.৮০ টাকা

১৪. একটি পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে৮০% অঙ্কে পাশ করে এবং ১০% উভয় বিষয়ে ফেল করে। যদি ১৪৪ জন উভয় বিষয়ে পাশ করেতবে মোট পরীক্ষার্থী সংখ্যা কত?
অ) ১২৫
আ) ২০০
ই) ২৪০
ঈ) ৩৭৫

১৫. ২০১৭ সালে ভারতের কোন রাজ্য কোরিয়া ট্যুরিজম উৎসব’ আয়োজন করেছে?
অ) রাজস্থান
আ) হরিয়ানা
ই) গুজরাট
ঈ) উত্তরপ্রদেশ

উত্তর-
১/আ২/অ৩/অ৪/অ৫/আ৬/আ৭/ঈ৮/অ৯/ই১০/ঈ১১/আ১২/ই১৩/অ১৪/ই১৫/আ



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: প্রস্তুতি 2 : Indian Railway Group D & Group C Description: Rating: 5 Reviewed By: Rejaul Hoque Sarkar
Scroll to Top