বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য সম্ভাব্য 50টি MCQ - EDUREJA

Latest News

বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য সম্ভাব্য 50টি MCQ

সরকারি চাকরি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর (গুরুত্বপূর্ণ ৫০ টি) দেওয়া হল।
১. ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের নির্বাচন পরিচালিত হয় কার দ্বারা?- নির্বাচন কমিশনের দ্বারা।

২. ডবল ফল্টকোন খেলার সাথে যুক্ত?- টেনিস

৩. ভারতের নির্বাচন প্রার্থীদের প্রতীক চিহ্ন দেয় কে?- নির্বাচন কমিশন

৪. ভারতের প্রথম ন্যাশেনাল পার্ক কোন্‌টি?- হেইলি ন্যাশেনাল পার্ক। যার বর্তমান নাম জিম করবেট ন্যাশেনাল পার্ক।


৫. ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে কবে?- প্রথম সাধারণ নির্বাচনে।

৬. রয়্যাল সোসাইটি অফ লন্ডনের প্রথম ভারতীয় ফেলো হলেন কে?- আর্দাসির কুর্সেতজি।

৭. ভারতের নির্বাচন কমিশনের সদস্যদের কার্যালয়ের মেয়াদ কত বছর?- ৬ বছর।

Checkout : প্রস্তুতি 1 : Indian Railway Group D & Group C

৮. ভারতের প্রথম মিশাইলের নাম কি?- পৃথ্বী।


৯. প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত ধাতুগুলি হল- গোল্ড (Au)

১০. এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহীলার নাম কী?- কমলজিৎ সান্ধু।

১১. ওড়িশার হুমা মন্দির কোন্‌ দেবতাকে উৎসর্গ করা হয়েছে?- শিব


১২. নেরিসের গমনাঙ্গের নাম কী?- প্যারাপোডিয়া।

১৩. লোহিততপ্ত আয়রনের সঙ্গে স্টিমের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হল?- হাইড্রোজেন।

১৪. ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে কোন্‌ ধারায়?- ৩২৪ ধারায়।

১৫. কপারের একটি আকরিকের নাম কী?= কপার গ্লাস।


১৬. চন্দ্রপ্রভা অভয়ারনয় কোথায় অবস্থিত?- উত্তরপ্রদেশ।
১৭. মিনামাটা রোগ কোন্‌ মৌলের প্রভাবে হয়?- পারদ

১৮. পৃথিবীর দীর্ঘতম খালের নাম কী?- চীনের গ্র্যান্ড ক্যানেল।

১৯. মানবদেহের ক্যালোরিজনিত হরমোন হল- থাইরোক্সিন।


২০. ভারতের দাশ বংশের প্রতিষ্ঠাতা হলেন কে?- কুতুবউদ্দিন আইবক।

২১. ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎস হল- সামবেদ।

২২. অলিন্দ যুদ্ধ হয়েছিল কত সালে?- ১৯৩০ সালের ৪ঠা ডিসেম্বর।

২৩. ওজন স্তর ধংস্কারী প্রধান গ্যাসের নাম কি? সি এফ সি


২৪. কাশ্মীরের রত্ন বলা হয় কাকে?- ডাল হ্রদ কে।

২৫. আয়ুর্বেদের জনক কাকে বলা বলা হয়?- চরক কে

Checkout : প্রস্তুতি 1 : Indian Railway Group D & Group C

২৬. মার্স গ্যাসের মুখ্য উপাদান হল?= মিথেন

২৭. কৃষিজমিতে কোন গ্যাস উৎপন্ন হয়?- মিথেন

২৮. অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?- সুপ্রারেনাল গ্রন্থি।

২৯. ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কী?- থাইরক্সিন।


৩০. ক্যালকাটা স্কুল অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?- ডেভিড হেয়ার।

৩১. ভারতের তোতাপাখি কাকে বলা হয়?- আমির খসরু কে।

৩২. বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়ের নাম কী? – লোথাল।

৩৩. পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ ঘটে কবে?- ১৯৬৯ সালে।

৩৪. নব্য আন্দোলনের প্রান পুরুষ কে ছিলেন?- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

৩৫. মূত্রে জলের পরিমান নিয়ন্ত্রনকারী হরমোনটি হল- ADH

Checkout : প্রস্তুতি 1 : Indian Railway Group D & Group C

৩৬. সিলিকোসিস দ্বারা আক্রান্ত অঙ্গ কোনটি?- ফুসফুস।

৩৭. চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?- ভুটানে

৩৮. কঠিন পদার্থের তাপ যে পদ্ধতিতে প্রবাহিত হয় সেটি হল- পরিচলন পদ্ধতি।


৩৯. মহাকাশে প্রথম কোন মহীলা যাত্রা করেন?- ভ্যালেন্তিনা তেরেস্কোভা।

৪০. তিনটি প্রধান রঙ কি কি?- রাল, নীল, সবুজ।

৪১. যে ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় সেটি কি?- তামা

৪২. ভারতের আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ হল- ৬ মাস।


৪৩. গ্রীষ্মকালে যে ধরণের কাপড় পরিধান করা ভালো সেটি হল- সাদা রঙের পোশাক।

৪৪. মানবদেহে মোট ক্রোমোজমের সংখ্যা কত?- ২৩ জোড়া।

৪৫. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কী?- নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ।

৪৬. রেড ডাটা বই কবে প্রকাশিত হয়?- ১৯৬৩ সালে।

৪৭. দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যে আলোর তা হল- লাল।

৪৮. জাতীয় আইন কবে পাস হয়?- ১৯৯৮ সালে।

৪৯. সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে?- প্রতিধ্বনির মাধ্যমে।

৫০. ভারতের ব্যাঘ্র সংরক্ষন প্রকল্প চালু হয়েছে কবে?- ১৯৭৩ সালের ১ এপ্রিল।



© Reserved by EduReja


Checkout : প্রস্তুতি 2 : Indian Railway Group D & Group C
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য সম্ভাব্য 50টি MCQ Description: Rating: 5 Reviewed By: Rejaul Hoque Sarkar
Scroll to Top