মাধ্যমিক পরীক্ষার্থীদের
শেষ মুহুর্তে সাহায্য করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চেষ্টা করছি
সকলকে কিছু শর্ট প্রশ্ন সহকারে সাহায্য করার জন্য। এগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের
সাথে সাথে বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে ইতিহাস বিষয়ক বিভাগে খুবি কাজে লাগবে।
চলুন শুরু করা যাক প্রথম পর্ব।
১.
ইতিহাসের জনক নামে পরিচিত কে?
উঃ হেরোডোটাস
২. ‘ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন’ মন্তব্যটি
কে করেছেন?
উঃ ই. এইচ. কার
৩. অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয় কবে?
উঃ ১৯২৯ খ্রীঃ
৪. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ কার্ল মার্কস।
৫. ভারতের প্রথম শ্রমিক সনহগঠনটি হল?
উঃ শ্রমজীবি সমিতি
৬. পৃথিবীর সবচেয়ে প্রাচীন খেলাটি কোন্টি?
উঃ মানাকালা
৭. ভারতে
ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন কে?
উঃ স্যার সৈয়দ আহমেদ
৮. বাংলার নানা সাহেব নামে পরিচিত কে?
উঃ রামরতন রায়
৯. ‘কংগ্রেস
সোশালিস্ট পার্টি’ প্রতিষ্ঠিত
হয় কবে?
উঃ ১৯৩৪ খ্রীঃ
১০. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন কে?
উঃ নবগোপাল মিত্র
১১.
ইন্ডিয়া অফিস লাইব্রেরি অবস্থিত কোথায়?
উঃ ইংল্যান্ড
১২. রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র ছিল কোথায়?
উঃ বোম্বাই
১৩. একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে?
উঃ মাদারি পসি
১৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও
স্বত্বাধিকারী ছিলেন কে?
উঃ মধুসুদন রায়
১৫. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ স্বামী বিবেকানন্দ
১৬. ‘তেভাগা’ আন্দোলনের
একজন নেত্রী হলেন?
উঃ সুদীপা সেন
১৭. ‘অল ইন্ডিয়া হোমরুল লিগ’ প্রতিষ্ঠা করেন কে?
উঃ অ্যানি বেসান্ত
১৮. ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন কে?
উঃ ডেভিড হেয়ার
১৯. ‘জাতীয় বিজ্ঞান চর্চার জনক’ কাকে বলা হয়?
উঃ মহেন্দ্রলাল সরকার কে।
২০. বিপিনচন্দ্র পালের রচিত আত্মজীবনীর নাম কী?
উঃ সত্তর বছর
0 comments:
Post a Comment