প্রস্তুতি 1 : Indian Railway Group D & Group C


 আমরা রোজ ২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে থাকবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। এবং যদি কোনো উপদেশ অথবা আপনার কাছে কোনো তথ্য থেকে থাকলে সেগুলি সকলের সাথে ভাগ করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে। আজ শুরু করা যাক প্রথম পর্ব-

১. কাকে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত করা হয়েছে?
অ) আস্থা সেগাল
আ) শক্তি মায়া এস
ই) শুভাঙ্গী স্বরূপ
ঈ) রূপা ভাটনাগর

২. লোকসভার অধ্যক্ষের অপসারণ সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের জন্য কতদিনের নোটিশ দিতে হয়?
অ) ১০ দিন
আ) ১২ দিন
ই) ১৪ দিন
ঈ) ২১ দিন

৩. একটি বাঁশের ১/৪ অংশ লাল রঙ এবং ১/৫ অংশ সবুজ রঙ করা আছে। বাকি অংশের দৈর্ঘ্য ১২১ সেন্টিমিটার হলে, সবুজ বাঁশের দৈর্ঘ্য কত?
অ) ১১০ সেমি
আ) ২২০ সেমি
ই) ৩৩০ সেমি
ঈ) ৪৪০ সেমি

৪. শর্ট সার্কিট হলে R = কত?
অ) œ
আ) 0
ই) ১০৬
ঈ) ১০০০Ω

৫. ২০ জন লোক দৈনিক ৬ ঘন্টা কাজ করে একটি কাজ ১৮ দিনে সম্পন্ন করে। ১৫ জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে ১২ দিনে কাজটি শেষ করতে পারবে?
অ) ৬ দিনে
আ) ১০ দিনে
ই) ১২ দিনে
ঈ) ১৫ দিনে

৬. সরকারের তৃতীয় অঙ্গের নাম কী?
অ) আইন বিভাগ
আ) শাসন বিভাগ
ই) বিচার বিভাগ
ঈ) সংবাদ মাধ্যম

৭. কে আবিষ্কার করেন যে আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে সাতটি রঙে বিভক্ত হয়?
অ) আইজ্যাক নিউটন
আ) জর্জ মিলটন
ই) আলেকজেন্ডার ফ্রেমিং
ঈ) আলফ্রেড টেনিসন

৮. কোন্‌ রাজ্য সরকার বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিশারী নামক মোবাইল অ্যাপ চালু করেছে?
অ) পাঞ্জাব
আ) রাজস্থান
ই) তামিলনাডু
ঈ) কেরালা

৯. ক্রসিং ওভার ঘটে মিয়োসিস কোষ বিভাজনের কোন্‌ উপদশায়?
অ) জাইগোটিন
আ) ডিপ্লোটিন
ই) লেপ্টোটিন
ঈ) প্যাকিটিন

১০. একটি ইলেক্ট্রনের ভর m হলে, ß কণার ভর কত হবে?
অ) ৪ m
আ) ২ m
ই) ৩ m
ঈ) m

১১. পান্ডবনী কোন্‌ রাজ্যের নৃত্যকলা?
অ) আসাম
আ) মধ্যপ্রদেশ
ই) অরুনাচল প্রদেশ
ঈ) সিকিম

১২. a__bc__a__bcdabc__dc__cd
অ) acbddb
আ) adbcbd
ই) cabddc
ঈ) ddcbbc

১৩. দিল্লির সিঙ্ঘাসনে প্রথম মুসলমান সম্রাজ্ঞী-
অ) রাজিয়া সুলতান
আ) রানি রাসমণি
ই) রানি অবন্তীবাই
ঈ) চাঁদ সুলতানা

১৪. পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয়-
অ) রাসবিহারী বসু
আ) সুভাষচন্দ্র বসু
ই) চিত্তরঞ্জন দাশ
ঈ) লালা লাজপত রায়

১৫. ইনফোসিসের নতুন সিইও এবং এমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
অ) মাইকেল পেশ্চ
আ) নন্দন নীলকানি
ই) সলিল পারেখ
ঈ) প্রবীণ রাও

১৬. মদনমোহন মলব্যের উদ্যেগে যুক্তপ্রদেশ কিষানসভাগড়ে ওঠে-
অ) ১৯২১ সালে
আ) ১৯২২ সালে
ই) ১৯১৮ সালে
ঈ) ১৯১৯ সালে

১৭. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য হল-
অ) লাক্ষাদ্বীপ
আ) নতুন দিল্লী
ই) চন্ডিগড়
ঈ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

১৮. ভারতে প্রথম সবুজ বিপ্লব ঘটে-
অ) পাঞ্জাবে
আ) উত্তরপ্রদেশে
ই) রাজস্থানে
ঈ) গুজরাটে

১৯. কুনবিবলা হয়-
অ) উত্তরপ্রদেশের কৃষকদের
আ) বাংলার কৃষকদের
ই) গুজরাটের কৃষকদের
ঈ) পাঞ্জাবের কৃষকদের

২০. যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াও বায়ুমন্ডলে সঞ্চালিত হয় তাকে বলে-
অ) বিকিরন
আ) পরিবহন
ই) অ্যাডভেকশন
ঈ) পরিচলন


উত্তর
১/ই, ২/ই, ৩/আ, ৪/আ, ৫/ই, ৬/ই, ৭/অ, ৮/আ, ৯/ঈ, ১০/আ, ১১/আ, ১২/আ, ১৩/অ, ১৪/অ, ১৫/ই, ১৬/ই, ১৭/ঈ, ১৮/অ, ১৯/ই, ২০/অ



Post a Comment

Previous Post Next Post