VISUAL BASIC
DOWNLOAD THIS WRITING
DAY –
3 NOTE BY – REJAUL HOQUE SARKAR OWNER/DEVELOPER of EduReja
প্রপার্টিজ
উইন্ডোর বৈশিষ্ট্যঃ-
১/ প্রপার্টিজ উইন্ডোতে কোন
অবজেক্ট বা কন্ট্রোলের প্রপার্টিজ-এর
তালিকা থাকে না।
২/ প্রপার্টিজ উইন্ডো থেকে কোন কন্ট্রোলের প্রপার্টিজ বা
বৈশিষ্ট্যগুলির পরিবর্তন করা যায়। যেমনঃ- কোন কন্ট্রোলের অবস্থান, আকার, নাম, রং
ইত্যাদি।
৩/ প্রপার্টিজ উইন্ডোর টাইটেল বারে কন্ট্রোলের নাম প্রদর্শিত হয়।
৪/ এই উইন্ডোর Categorized প্যানেলে কোন কন্ট্রোলের প্রপার্টিজগুলি শ্রেণীগতভাবে প্রদর্শিত হয়।
ফর্ম
লে-আউট উইন্ডোঃ-
১/ সাধারণ ভিসুয়াল বেসিক
IDE-এর
ডানদিকে প্রপার্টিজ উইন্ডোর নীচের দিকে থাকে ফর্ম লে-আউট উইন্ডো।
২/ কোন প্রোগ্রামের
ইউজার ইন্টারফেস তৈরির পর সেটি RUN করলে স্ক্রিনে কীভাবে অবস্থান করবে, তা ঠিক করা হয় ফর্ম
লে-আউট উইন্ডোর মাধ্যমে।
ফর্ম
লে-আউট উইন্ডোর
বৈশিষ্ট্যঃ-
১/ ফর্ম লে-আউট উইন্ডোতে একটি স্ক্রিনের প্রতিলিপি থাকে। এখানে ফর্মের অবস্থান
দেখা যায়। এই স্ক্রিনে ফর্মটি যেভাবে দেখা যাবে, RUN করার পর কম্পিউটার স্ক্রিনে সেইভাবে অবস্থান করবে।
২/ ফর্ম লে-আউট উইন্ডোতে ফর্মটিকে ড্র্যাগ করে নির্দিষ্ট অবস্থানে রাখা যায়।
মনে
রাখবেঃ- View
মেনুর Form Layout Window অপশনে ক্লিক করলে উইন্ডোটি ভিসুয়াল বেসিক IDE-তে প্রদর্শিত হয়।
ইমিডিয়েট
উইন্ডোঃ-
১/ ভিসুয়াল বেসিক IDE-র Project উইন্ডোর নীচে থাকে ইমিডিয়েট উইন্ডো।
২/ এটি IDE-তে দেখা না গেলে View মেনু থেকে Immediate Window-তে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl
+ G প্রেস করতে হবে।
ইমিডিয়েট
উইন্ডোর ব্যবহারঃ-
১/ প্রোগ্রাম ডিবাগিং-এর সময় প্রোগ্রামের ত্রুটিগুলি এই উইন্ডোতে প্রদর্শিত
হয়।
২/ কোন ভিসুয়াল বেসিক ফাংশনের মান জানা যায়। যেমন—ওই উইন্ডোতে ?Abs
(-25.24) লিখে এন্টার প্রেস করলে -25.24-এর Absolute মান দেখাবে -25.24 ।
মনে
রাখবেঃ- ভিসুয়াল বেসিক IDE-তে
টুলবক্স দেখা না গেলে View মেনু থেকে Toolbox অপশনে ক্লিক করলে Toolbox
প্রদর্শিত হয়।
[View
-> Toolbox]
DOWNLOAD THIS WRITING
Next Note will published
on 07/09/2016
0 comments:
Post a Comment