SSC-র মাধ্যমে 8 সামরিক বাহিনীতে 54,953 কনস্টেবল
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), সশস্ত্র সীমা বল (SSB), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) ও সেক্রেটরিয়েট সিকিউরিটি ফোর্স (SSF)-এ কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে এবং আসাম রাইফেলসে রাইফেলম্যান (জেনারেল ডিউটি) পদে মোট ৫৪,৯৫৩ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে।
মোট শূণ্যপদঃ ৫৪,৯৫৩
সামরিক বাহিনী
|
ছেলে
|
মেয়ে
|
মোট
|
||||||
General
|
SC
|
ST
|
OBC
|
General
|
SC
|
ST
|
OBC
|
||
BSF
|
7,877
|
2,351
|
1,341
|
3,267
|
1,326
|
412
|
235
|
575
|
14,436
|
CISF
|
94
|
26
|
12
|
47
|
13
|
2
|
-
|
5
|
200
|
CRPF
|
10,269
|
3,893
|
1,586
|
4,230
|
856
|
328
|
12
|
398
|
21,566
|
ITBP
|
1,882
|
533
|
368
|
726
|
334
|
97
|
60
|
128
|
4,126
|
SSB
|
3,450
|
1,041
|
610
|
1,420
|
1,051
|
338
|
159
|
477
|
8,546
|
NIA
|
5
|
1
|
-
|
2
|
-
|
-
|
-
|
-
|
8
|
SSF
|
212
|
38
|
47
|
75
|
40
|
10
|
7
|
18
|
447
|
Assam Rifles
|
1,212
|
290
|
361
|
448
|
404
|
96
|
115
|
150
|
3,076
|
বয়সঃ ১-৮-২০১৮ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২-৮-১৯৯৫ থেকে ১-৮-২০০০ এর মধ্যে। বয়সের ক্ষেত্রে O.B.C প্রার্থীরা ৩ বছর, S.C ও S.T-রা ৫ বছর এবং প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
শারীরিক মাপজোখঃ
ছেলেদের বেলায়ঃ লম্বায় অন্তত ১৭০ সেমি. (SC/ST-দের বেলায় ১৬২.৫ সেমি., ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুসিত প্রার্থীদের বেলায় ১৬০ সেমি.) আর বুকের ছাতি না-ফুলিয়ে ৮০ সেমি. এবং ফুলিয়ে ৮৫ সেমি. (পার্বত্য এলাকার হলে যথাক্রমে ৭৮ সেমি. ও ৮৩ সেমি.)।
মহিলাদের বেলায়ঃ লম্বায় অন্তত ১৫৭ সেমি. (SC/ST-দের বেলায় ১৫০ সেমি., ত্রিপুরা, মিজোরাম ও পার্ব্যত্য এলাকার প্রার্থীদের বেলায় ১৫৫ সেমি.)।
দৃষ্টিশক্তি দরকার দুরের বেলায় এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯ আর কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9
ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ভাঙা হাটু, পায়ের চ্যাটালো পাতা, ধনুকের মতো পা, ট্যারা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোজানোয় অক্ষমতা, শিরাস্ফীতি, অন্য কোনো শারিরীক ত্রুটি, চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকে আবেদনের জন্য যোগ্য নন।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।
মূল মাইনেঃ ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
পরীক্ষা ও প্রার্থী বাছাই পদ্ধতিঃ প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। Constable (GD) in Central Armed Police Force, NIA &
SSF and Rifleman (GD) in Assam Rifles (AR) Examination 2018 –এর মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা (CBE) এবং এই পরীক্ষায় পাশ করলে শারিরীক মাপজোখ ও শারিরীক সক্ষমতার পরীক্ষা হবে।
কম্পিউটার বেসড পরীক্ষার সিলেবাসঃ
বিষয়
|
প্রশ্নসংখ্যা
|
প্রশ্নমান
|
||
(১)
|
পার্ট-এ
|
জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং
|
২৫
|
২৫
|
(২)
|
পার্ট-বি
|
জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস
|
২৫
|
২৫
|
(৩)
|
পার্ট-সি
|
অ্যালিমেন্ট্রি ম্যাথামেটিক্স
|
২৫
|
২৫
|
(৪)
|
পার্ট-ডি
|
ইংরিজি/ হিন্দি
|
২৫
|
২৫
|
৯০ মিনিটের এই পরীক্ষা হবে হিন্দি/ ইংরিজি-তে।
|
মোট প্রশ্নমান
|
১০০
|
পরীক্ষার তারিখঃ
অ্যাডমিট প্রকাশের তারিখঃ
রেজাল্টের তারিখঃ
আবেদনের শেষ তারিখঃ ২০-০৮-২০১৮
Official Notification :
NOTICE OF
RIGHTS
No part
of this publication may be reproduced, transcribed, stored in a retrieval
system, or translated into any other language or computer language, in any form
or by any means, electronic, mechanical, magnetic, optical, chemical, manual,
or otherwise, without the prior written permission of Edureja Academy except under the
terms of a Edureja Academy License Agreement.
Content
of Copyright : © Edureja Academy & Rejaul Hoque Sarkar - http://edureja.blogspot.com
0 comments:
Post a Comment