বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য সম্ভাব্য 30টি MCQ - EDUREJA

Latest News

বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য সম্ভাব্য 30টি MCQ





১. অভয়ারণ্য যে সরকারের নিয়ন্ত্রণাধীন তা হল- রাজ্য সরকার
২. কার্লাইল সার্কুলার ঘোষিত হয়েছিল কবে- ১৯০৫ খ্রিঃ ১০ ই অন্টোবর।
৩. কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা হল কত- পরমাণুর প্রোটন সংখ্যা।
৪. ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কি থাকে- কার্বন।

৫. সোডা ওয়াটার হল কি- জলে কার্বন্ডাই অক্সাইডের মিশ্রণ।
৬. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে- সতীশচন্দ্র বসু
৭. ইন্দো-বার্মা অঞ্চলটি যে উদ্ভিদের বিবর্তন কেন্দ্র তা হল- সপুষ্পক উদ্ভিদগোষ্ঠীর বিবর্তন কেন্দ্র।
৮. ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন কে- মুথুলক্ষী রেড্ডি।
৯. বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে- জেমস ওয়াট।
১০. ইশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সভাপতি হলেন কে- তাকোহিকো নাকাও

১১. ভোটদান করা নাগরিক দের একটি- নৈতিক কর্তব্য
১২. শব্দের গতি যে মাধ্যমে সবচেয়ে বেশি- কঠিক মাধ্যমে

১৩. পন্ডিত সারদা সহায় যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত তা হল- তবলা


১৪. ভারতের সংবিধানে উল্লিখিত নির্বাচন কমিশন হল- বহু সদস্য বিশিষ্ট।
১৫. নারীদের ভোটাধীকারের প্রবিক্তা হলেন কে- জন স্টুয়ার্ট মিল্‌

১৬. শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগ হয়- ক্রেটিনিজম।
১৭. জাতীয় কংগ্রেসের প্রতিষথার সময় ভাইসরয় ছিলেন- লর্ড ডাফরিন
১৮. বিখ্যাত উপন্যাস দি মাদারএর লেখক কে- ম্যাক্সিম গোর্কি।
১৮. কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কি- কাঁচ তাপের কুপরিবাহী
১৯. বয়স্কদের মিক্সিডিমা রোগ হয় কিসের অভাবে- থাইরক্সিনের অভাবে।

২০. সর্দার সরবর প্রকল্প অবস্থিত কোন্‌ নদীর ওপর- নর্মদা নদী
২১. ফা-হিয়েন এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী- ফো-কুও-কি।
২২. জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয় কবে- ১৯৫২ সালে।
২৩. শকারি উপাধি গ্রহণ করেছিলেন কে- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
২৪. দক্ষিন ভারতের ধরণীকোটা হল- সাতবাহনদের রাজধানী।

২৫. ভারতের একটি প্রবাল দ্বীপ হল- লাক্ষাদ্বীপ
২৬. বাংলার রাজনীতি ও নারী আন্দোলনগ্রন্থটির রচয়িতা হলেন কে- চিত্রা ঘোষ।

২৭. মহাবিদ্রহের আলোকচিত্র তুলে খ্যাত হয়েছেন এমন একজন উল্লেখযোগ্য ফটোগ্রাফারের নাম হল কী- ফেলিক্স বিয়াতো।
২৮. দিল্ল শহরের ইতিহাস নিয়ে যিনি গবেষনা করেছেন তার নাম কী- নারায়নী গুপ্ত।
২৯. পশ্চিমবঙ্গের পাট গবেষণাগার কোথায় অবস্থিত- ব্যারাকপুরে।
৩০. পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে- ৫টি।


© Reserved by EduReja



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য সম্ভাব্য 30টি MCQ Description: Rating: 5 Reviewed By: Rejaul Hoque Sarkar
Scroll to Top