Sample Question Paper for e-Digital India 14,265 Teachers & Sahayaks - EDUREJA

Latest News

Sample Question Paper for e-Digital India 14,265 Teachers & Sahayaks

SAMPLE QUESTION PAPER

Set 1 : DOWNLOAD

Set 1 : DOWNLOAD

Set 1 : DOWNLOAD

Set 1 : DOWNLOAD

Set 1 : DOWNLOAD


পরীক্ষা বিস্তারি নিয়মাবলীঃ
অনলাইন পরীক্ষার মাধ্যমে ৭০ নন্বরের সংক্ষিপ্ত প্রশ্নের ১ঘণ্টার রীক্ষা নেওয়া হইবে। উক্ত পরীক্ষায় ২৮% নম্বর প্রাপ্ত পার্থীদের পুনরায় ৩০ ম্বরের অ্যাকাডেমিক ঙ্কোর  পার্সনালিটি টেস্টের জন্য ডাকা ইবে। এবংযোগ্যতার ভিত্তিতে প্রথম প্যানেলের পার্থীদের নাম ওয়েবসাইট-এ প্রকাশ রা হইবে এবং SMS- এর মাধ্যমে পার্থীদের জানানো ইবে  ১৮/ /২০১৮ মধ্যে  নিয়োগ সম্পন্ন করা ইবে 

আবেদনের বিস্তারি নিয়মাবলীঃ
শিক্ষশিক্ষিকাঃ
যেকোনো বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর এবং কস্পিউটারে যেকোন  Govt স্বীকৃত সংস্থার ডিগ্রি থাকলে পার্থীরা শিক্ষক / শিক্ষিকা পদের জন্য আবেদন করিতে পারেন৷ মাসিক বেতন : ১১৬০০-১৮৭০০ টাকা৷ আবেদনপত্র (ফর্ম) পুরনের শেষ দিন ২৩/১২/২০১৭ ৷ আবেদনপত্র-র (ফর্মের) মূল্য ১৮০ টাকা তপশিলি ও আদিবাসিদের জন্য ১৩০ টাকা। উক্ত পদে আবেদনের জন্য নূন্যতম বয়স ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর (০১/১২/২০১৭)।

হায়ক / সহায়িকা দঃ
অষ্টমশ্রেণী থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন পার্থী সহায়কসহাযিকা পদের জন্য আবেদন রিতে পারেন৷ মাসিক বেতন- ৮৬০০-১২৫০০ টাকা  আবেদনপত্র (ফর্ম) পুরনের শেষ দিন ২৩১২/২০ ১৭  আবেদনপত্র-র(ফর্মের) মূল্য ১৩০ টাকা  উক্ত পদে আবেদনের জন্য নূন্যতম বয়স ১৮-বছর ও সর্বোচ্চ বয়স ৪০-বছর (০১/১২/২০১৭)।

বিঃ দ্রঃ  ১। সফল পার্থীকে নিজস্ব জেলাতে ও নিজস্ব ব্লকে উক্ত পদগুলিতে নিয়োগ করা ইবে 
        ২। অসফল পার্থীনের আবেদনপত্র-র (ফর্ম) পুরনের মূল্য ফেরতযোগ্য নহে।

আবেদনপত্র (ফর্ম) পুরনের বিস্তারিত নিয়মাবলীঃ
অনলাইন-র মাধ্যমে-ই আবেদনপত্র (ফর্মপূরনের মূল্য (ফি) জমা করিতে ইবে।
(ক্রেডিট কার্ড , ডেভিড কার্ড বা Online Banking মাধ্যম্যে)

শিক্ষকশিক্ষিকা  পদের জন্যঃ
  • আবেদনপত্র-র (ফর্ম) মূল্য ১৮০ টাকা তপশিলি ও আদিবাসিদের জন্য ১৩০ টাকা
  • হায়ক / সহায়িকা  পদের আবেদনপত্র-র (ফর্মের) মূল্য ১৩০ টাকা৷

এছারা,  West Bengal-র আবেদনকারিরা Website থেকে আবেদনপত্র (ফর্ম)ডাউনলোড করিয়া Offline-এ - E-Digital Corporation-এর District Coordinator অফিস গুলিতে Indian Post বা ক্যুরিয়র যোগেপাঠাতে পারেন  সমস্ত  সার্টিফিকেট-এর নিজ প্রত্যায়িত নকল (Self Attested জেরক্স)  আবেদনপত্র-র (ফর্ম) মূল্য যেকোনো Bank – এর Demand Draft / Pay Order-এর সহিত পাঠাতে হইবে

বিঃ দ্রঃ-
E-Digital India Corporation will be provide the below mentioned material at free of cost towards the successful candidate:
Teacher : Syllabus, Course Material, Laptop, Smart Tablet, Projector, Pen Drive free of cost
Sahayak: Laptop

E-Digital India Corporation সফল পার্থীদের নিম্নলিখিত শিক্ষা সহযোগী সামগ্রীগুলি বিনামূল্যে প্রাদান করিবে।
শিক্ষকঃ   সিলেবাস, শিক্ষা সামগ্রী, লেপটপ, স্মার্ট ট্যাবলেট, প্রোজেক্টর, পেন ড্রাইভ।
সহায়কঃ লেপটপ।

Demand Draft করবেনঃ
“E-Digital India Corporation(Payable in West Bengal )

District Coordinator's Office Address :
ত্ত ২৪ পরগনাঃ E-Digital India Corporation- যশোহর রোডসিকদাৱ পল্লী, (মহেন্দ্র মটোরের  এর কাছে), পিন৭৪৩২৩৫,বনগ্রাম।

বর্ধমানঃ E-Digital India Corporation C/o. Sabmecto Consultancy Services, ২য় তল, সমাদ্দার ভবন, ২৫৯ জি টি রোড, ষ্টার সিনেমা হল-র নিকটবর্ধমান, পিন-৭১৩১০১ 

দীয়াঃ  E-Digital India Corporation, মালঞ্চ পাড়াহাইটেক টাওয়ার-র পাশে , নবদ্বীপ ,পিন -  ১৩০২
 E-Digital India Corporation গ্রাম + পো : আসান্ন ,থানাভীমপু ,পিন-৭৪১১৬১ব্লক - কৃষ্ণনগর

বীরভূমঃ E-Digital India Corporationএস এন এডুকেশন (প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে)।  গ্রাঃ + পোঃ মুড়ারই , জেলা - বীরভূ , পিন - ৭৩১২১৯


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Sample Question Paper for e-Digital India 14,265 Teachers & Sahayaks Description: Rating: 5 Reviewed By: Rejaul Hoque Sarkar
Scroll to Top