20 Important GK for Railway Group D & SSC CHSL (HS Level) Examinations



আমাদের ফলোয়ার্সদের জন্য এবং এবারের রেলওয়ে গ্রুপ ডি এবং এস.এস.সি কম্বাইন্ড টেস্টের (এইচ.এস. লেভেল) পরীক্ষার্থীদের জন্য আজকের সংখ্যায় ২০টি জেনারেল নলেজের প্রশ্নো প্রকাশ করলাম। আশা করি পরীক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবেন। এইভাবে প্রায় প্রতিনিয়ত কিছু কিছু নতুন নতুন পাঠ্যক্রমের বিষয় প্রকাশিত হবে... তাই আমাদের ফলো করতে থাকুন।



১. সর্বপ্রথম স্বর্ণমুদ্রার প্রচলন হয় কোন সময়ে ?
-->গুপ্তযুগে (৩৯০-৫৫০ সালে)।

২. প্রথম কাগজের টাকার প্রচলন হয় কবে ?
-->১৮৮২ সালে।

৩. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় ?
-->১৮৮৪ সালে।

৪. রাষ্ট্রিয় যোজনা পরিষদ কবে গঠিত হয় ?
--> ১৯৬৫ সালে।

৫. ভারতের দুটি বিখ্যাত মসজিদের নাম লেখ।
--> মোতি মসজিদ ও আহমেদ শাহর মসজিদ।


৬. আকবরের সমাধিস্তম্ভ কোথায় অবস্থিত ?
--> সিকান্দ্রা (আগ্রা)।

৭. সারনাথ কি জন্য বিখ্যাত ?
--> বুদ্ধদেবের উপদেশাবলী গ্রন্থিত আছে।

৮. করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
--> উত্তরাঞ্চল (নৈনিতাল)।

৯. সিমিলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
--> ময়ূরভঞ্জ (ওড়িষ্যা)।

১০. জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
--> পশ্চিমবঙ্গ।

১১. সরিস্কা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
--> আলওয়ারা (রাজস্থান)।

১২. দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত ?
--> ভারতের গুজরাট।

১৩. বিবি কা মকবারা কোথায় অবস্থিত ?
--> ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)।

১৪. রোহালা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
--> কুলু (হিমাচল প্রদেশ)।

১৫. নামদাফা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
--> অরুণাচল প্রদেশ।

১৬. পার্লামেন্ট অনুমোদন না করলে আর্থিক জরুরি অবস্থা কতদিন বলবৎ থাকবে ?
-->দুই মাস

১৭. নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
--> যুক্তরাষ্ট্র।

১৮. ভারতে কোন রাজ্য থেকে বেশি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ?
--> উত্তর প্রদেশ।

১৯. কোন ব্যক্তি যে স্থান থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই স্থানে ফিরে এলে তার সরণ কত হবে ?
--> শূন্য।

২০. স্থায়ী চুম্বক তৈরি করতে কি ব্যবহার করা হয়?
--> কাঁচা লোহা।



******************




NOTICE OF RIGHTS
No part of this publication may be reproduced, transcribed, stored in a retrieval system, or translated into any other language or computer language, in any form or by any means, electronic, mechanical, magnetic, optical, chemical, manual, or otherwise, without the prior written permission of Edureja Academy except under the terms of a Edureja Academy License Agreement.
Content of Copyright : © Edureja Academy & Rejaul Hoque Sarkar - http://edureja.blogspot.com

Post a Comment

Previous Post Next Post