১. সর্বপ্রথম স্বর্ণমুদ্রার প্রচলন হয় কোন সময়ে ?
-->গুপ্তযুগে (৩৯০-৫৫০ সালে)।
২. প্রথম কাগজের টাকার প্রচলন হয় কবে ?
-->১৮৮২ সালে।
৩. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় ?
-->১৮৮৪ সালে।
৪. রাষ্ট্রিয় যোজনা পরিষদ কবে গঠিত হয় ?
--> ১৯৬৫ সালে।
৫. ভারতের দুটি বিখ্যাত মসজিদের নাম লেখ।
--> মোতি মসজিদ ও আহমেদ শাহর মসজিদ।
৬. আকবরের সমাধিস্তম্ভ কোথায় অবস্থিত ?
--> সিকান্দ্রা (আগ্রা)।
৭. সারনাথ কি জন্য বিখ্যাত ?
--> বুদ্ধদেবের উপদেশাবলী গ্রন্থিত আছে।
৮. করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
--> উত্তরাঞ্চল (নৈনিতাল)।
৯. সিমিলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
--> ময়ূরভঞ্জ (ওড়িষ্যা)।
১০. জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
--> পশ্চিমবঙ্গ।
১১. সরিস্কা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
--> আলওয়ারা (রাজস্থান)।
১২. দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত ?
--> ভারতের গুজরাট।
১৩. বিবি কা মকবারা কোথায় অবস্থিত ?
--> ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)।
১৪. রোহালা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
--> কুলু (হিমাচল প্রদেশ)।
১৫. নামদাফা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
--> অরুণাচল প্রদেশ।
১৬. পার্লামেন্ট অনুমোদন না করলে আর্থিক জরুরি অবস্থা কতদিন বলবৎ থাকবে ?
-->দুই মাস
১৭. নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
--> যুক্তরাষ্ট্র।
১৮. ভারতে কোন রাজ্য থেকে বেশি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ?
--> উত্তর প্রদেশ।
১৯. কোন ব্যক্তি যে স্থান থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই স্থানে ফিরে এলে তার সরণ কত হবে ?
--> শূন্য।
২০. স্থায়ী চুম্বক তৈরি করতে কি ব্যবহার করা হয়?
--> কাঁচা লোহা।
0 comments:
Post a Comment