রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দাখিল করতে পারবেন


রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে আবেদন করার জন্য নিত্যনতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আবেদনের শেষ তারিখের জন্য প্রস্তুতি নিতে হবে। নিচে জানানো হলো, বর্তমানে যেসব পদে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য। সবিনির্দিষ্ট ওয়েবসাইটের লিংকও দেওয়া আছে, যেখানে বিস্তারিত জানা যাবে।

পদ যোগ্যতা শুন্যপদ শেষ তারিখ ওয়েবসাইট
PSC-এর মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক To be declared soon To be declared soon wbpsc.gov.in
PSC-র মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট / পোস্ট-গ্র্যাজুয়েট To be declared soon To be declared soon wbpsc.gov.in
PSC-এর মাধ্যমে রাজ্য সরকারে সহ-শিক্ষক স্নাতক To be declared soon To be declared soon wbpsc.gov.in
রাজ্য সরকারে বিচারক (West Bengal Judicial Service-2024) আইন স্নাতক 54 10/10/2025 to 09/11/2025 pscwbonline.gov.in
স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে গ্রুপ D, ক্লার্ক এইট পাশ, মাধ্যমিক 8477 03/12/2025 westbengalssc.com
DSSSB-এর মাধ্যমে দিল্লি সরকারে শিক্ষক-শিক্ষিকা গ্র্যাজুয়েট 5346 07/11/2025 dsssbonline.nic.in
একলব্য মডেল স্কুলে শিক্ষক, লাইব্রেরিয়ান, অ্যাটেনডেন্ট গ্র্যাজুয়েট, পোষ্ট গ্র্যাজুয়েট 7267 23/10/2025 emrs.tribal.gov.in
প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার উচ্চ মাধ্যমিক, D.El.Ed 2308 To be declared soon wbbpe.wb.gov.in
রেলে ক্লার্ক, টাইপিস্ট উচ্চ মাধ্যমিক 3050 27/11/2025 সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট

Post a Comment

Previous Post Next Post