রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে আবেদন করার জন্য নিত্যনতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আবেদনের শেষ তারিখের জন্য প্রস্তুতি নিতে হবে। নিচে জানানো হলো, বর্তমানে যেসব পদে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য। সবিনির্দিষ্ট ওয়েবসাইটের লিংকও দেওয়া আছে, যেখানে বিস্তারিত জানা যাবে।
পদ | যোগ্যতা | শুন্যপদ | শেষ তারিখ | ওয়েবসাইট |
---|---|---|---|---|
PSC-এর মাধ্যমে রাজ্যে ক্লার্ক | মাধ্যমিক | To be declared soon | To be declared soon | wbpsc.gov.in |
PSC-র মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার | গ্র্যাজুয়েট / পোস্ট-গ্র্যাজুয়েট | To be declared soon | To be declared soon | wbpsc.gov.in |
PSC-এর মাধ্যমে রাজ্য সরকারে সহ-শিক্ষক | স্নাতক | To be declared soon | To be declared soon | wbpsc.gov.in |
রাজ্য সরকারে বিচারক (West Bengal Judicial Service-2024) | আইন স্নাতক | 54 | 10/10/2025 to 09/11/2025 | pscwbonline.gov.in |
স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে গ্রুপ D, ক্লার্ক | এইট পাশ, মাধ্যমিক | 8477 | 03/12/2025 | westbengalssc.com |
DSSSB-এর মাধ্যমে দিল্লি সরকারে শিক্ষক-শিক্ষিকা | গ্র্যাজুয়েট | 5346 | 07/11/2025 | dsssbonline.nic.in |
একলব্য মডেল স্কুলে শিক্ষক, লাইব্রেরিয়ান, অ্যাটেনডেন্ট | গ্র্যাজুয়েট, পোষ্ট গ্র্যাজুয়েট | 7267 | 23/10/2025 | emrs.tribal.gov.in |
প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার | উচ্চ মাধ্যমিক, D.El.Ed | 2308 | To be declared soon | wbbpe.wb.gov.in |
রেলে ক্লার্ক, টাইপিস্ট | উচ্চ মাধ্যমিক | 3050 | 27/11/2025 | সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট |
Post a Comment