গরু
বিঞ্জানসম্মত নামঃ বস টরাস
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ স্তন্যপায়ী
বাসস্থানঃ গৃহপালিত
খাদ্যঃ তৃণভোজী
প্রকৃতিঃ গরু গৃহপালিত "রোমন্থক" প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত প্রাণী। এরা বোভিডি পরিবারের বোভিনি উপপরিবারের
অন্তর্গত প্রাণী,যারা বস গণের বহুবিস্তৃত প্রজাতি।
|
ছাগল
বিঞ্জানসম্মত নামঃ কাপরা হিরকাস
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ স্তন্যপায়ী
বাসস্থানঃ গৃহপালিত
খাদ্যঃ তৃণভোজী
প্রকৃতিঃ ছাগল এক প্রকারের গৃহপালিত যুগ্ম-খুর-যুক্ত
চতুষ্পদ তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। এদের গায়ের স্বন নানা রঙের হয়ে থাকে। ছাগলের নানা জাত রয়েছে, যার মধ্যে ব্ল্যাক বেঙ্গল খুব সাধারণ। এরা সাধারনত ২/৩ ফুট লম্বা হয়ে থাকে।
|
কুকুর
বিঞ্জানসম্মত নামঃ ক্যানিস লুপাস
ফ্যামিলিয়ারিস
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ স্তন্যপায়ী
বাসস্থানঃ সাধারণত গৃহপালিত
খাদ্যঃ মাংসাশী
প্রকৃতিঃ কুকুর কার্নিভোরা (Carnivora) অর্থাৎ শ্বাপদ বর্গ ভুক্ত এক
প্রকারের মাংশাসী স্তন্যপায়ী প্রাণী। প্রায় ১৫ হাজার বছর আগে একপ্রকার নেকড়ে মানুষের শিকারের
সঙ্গী হওয়ার মাধ্যমে গৃহপালিত পশুতে পরিণত হয়। তবে কারও কারও মতে কুকুর
মানুষের বশে আসে ১০০,০০০ বছর আগে।
|
বিড়াল
বিঞ্জানসম্মত নামঃ ফেলিস ক্যাটাস
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ স্তন্যপায়ী
বাসস্থানঃ গৃহপালিত
খাদ্যঃ মাংসাশী
প্রকৃতিঃ বিড়াল একটি শ্বাপদ বর্গের অন্তর্গত স্তন্যপায়ী প্রাণী। এদেরকে গৃহপালিত বিড়াল-ও বলা হয়ে থাকে। এরা মানুষের সাথে সঙ্গ দেওয়া এবং বাসা-বাড়ির বিভিন্ন
রকম পোকা-মাকড় ও ইঁদুরজাতীয় প্রাণী শিকারের জন্য জনপ্রিয়। কমপক্ষে ৯,৫০০ বছর ধরে
বিড়াল গৃহপালিত প্রাণী হিসেবে পরিচিত, এবং বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী।
মানুষের সাথে গভীর সখ্যতার কারণে বর্তমানে বিড়াল প্রায় সারা পৃথিবীতেই একটি
জনপ্রিয় গৃহপালিত প্রাণী হিসেবে বিবেচিত।এদের চোক পিঙ্গল, দৃষ্টিশক্তি
মানুষের তুলনায় তীক্ষ্ণতর। নিশাচর বিধায় এরা রাতের তুলনায় দিনে কম দেখে।
|
ভেড়া
বিঞ্জানসম্মত নামঃ ওভিস অ্যারিস
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ স্তন্যপায়ী
বাসস্থানঃ গৃহপালিত / বণ্য
খাদ্যঃ তৃণভোজী
প্রকৃতিঃ ভেড়া একটি যুগ্ম-খুর-যুক্ত
চতুষ্পদী রোমন্থক স্তন্যপায়ী প্রাণী। এদের প্রাচীনকাল থেকেই মানুষ কৃষিকাজে ব্যবহার করে
আসছে। বিভিন্ন প্রাচীন ও আধুনিক ধর্মে এদের অবস্থান গুরুত্বপূর্ণ।
|
মানুষ
বিঞ্জানসম্মত নামঃ হোমো স্যাপিয়েন
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ স্তন্যপায়ী
বাসস্থানঃ স্থল
খাদ্যঃ সর্বভুক প্রাণী
প্রকৃতিঃ মানুষ বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব।প্রারম্ভিক
হোমিনিন-বিশেষত অস্ট্রালোপিথেসিন, যাদের মস্তিষ্ক এবং শারীরিক গঠন অনেকটা পূর্বতন অ-মানব
বানরের মতো, যাদের হমো প্রজাতির হোমিনিন না বলে "মানব" বলা হয়।
|
শেয়াল
বিঞ্জানসম্মত নামঃ ক্যানিস ভালপিস
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ স্তন্যপায়ী
বাসস্থানঃ বন, জঙ্গল
খাদ্যঃ মাংসাশী
প্রকৃতিঃ এরা সাধারণত মাংসাশী প্রাণী। এদের প্রধান খাবার মুরগি, হাঁস ইত্যাদি। তবে নদীর ধারে এরা রাতে
গর্ত থেকে কাঁকড়া ধরে খায়; গর্তে লেজ ঢুকিয়ে দেয়াতে লেজে কাঁকড়া কামড় দিলে এরা
কাঁকড়াগুলোকে ধরে ফেলে। শিয়াল বা শৃগাল (ইংরেজি: Jackal) ক্যানিডি গোত্রের ক্যানিস গণের তিনটি সর্বভূক প্রজাতির প্রাণীর সাধারণ নাম। দক্ষিণ এশিয়া, ইউরেশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় এদের দেখতে পাওয়া যায়। এদেরকে ফেউ এবং গিধড়ও বলা হয়ে থাকে।
|
ব্যাঙ
বিঞ্জানসম্মত নামঃ আনুরা রানিডা
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ উভচর (অ্যাম্ফিবিয়ান)
বাসস্থানঃ জল ও স্থল
খাদ্যঃ ব্যাঙের প্রধান খাদ্য
হচ্ছে ছোট বড় বিভিন্ন রকমের পোকামাকর।
প্রকৃতিঃ ব্যাঙ উভচর (অ্যাম্ফিবিয়ান)
শ্রেণীর অ্যানিউরা (লেজহীন, অ্যান=নাই, ইউরো=লেজ) বর্গের মেরুদণ্ডী প্রাণী। এদের লাফ (দেহের আয়তনের তুলনায় বিশ্বরেকর্ড) ও
বর্ষাকালে (প্রজনন ঋতু) ঘ্যাঙর্ ঘ্যাঙ্ ডাক (প্রণয় সম্ভাষণ) বিখ্যাত।
|
ঘোড়া
বিঞ্জানসম্মত নামঃ ইক্কুস ক্যাবালাস
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ স্তন্যপায়ী
বাসস্থানঃ গৃহপালিত / বণ্য
খাদ্যঃ তৃণভোজী
প্রকৃতিঃ ঘোড়া ('Equus ferus caballus') Equus
ferusএর এখনও বিদ্যমান উপজাতির দুটির মধ্যে অন্যতম। এটি Equidae শ্রেণীকরণ সূত্র পরিবারের অন্তর্গত একটি অদ্ভুতদর্শন বক্রপদ
খুড়ত্তয়ালা স্তন্যপায়ী প্রাণী। ঘোড়ার উপজাতির মধ্যে ক্যাবালাসকে পোষ মানান হয়,যদিও এদের কিছু পোষ্য দল বুনো ঘোড়ার মত খোলা জায়গায় বা জঙ্গলে বাস করে। ঘোড়া বা ঘোটক
দ্রুতগামী চতুষ্পদ জন্তু যার পিঠে চড়া যায়। দ্রুতগামী বলে এর নাম তুরগ, তুরঙ্গম।
|
খরগোশ
বিঞ্জানসম্মত নামঃ ল্যাপোরিডা কুনিকুলাস
পর্বঃ কর্ডাটা
শ্রেণীঃ স্তন্যপায়ী
বাসস্থানঃ এই প্রাণীর সবাই
প্রধানত তৃণভূমি এলাকার বাসিন্দা।
খাদ্যঃ তৃণভোজী
প্রকৃতিঃ খরগোশ বা শশক স্তন্যপায়ী
প্রাণীদের "ল্যাগোমর্ফা" (Lagomorpha) বর্গের "লেপরিডি" ("Leporidae")
গোত্রের সদস্য প্রাণীদের
সাধারণ নাম। এই গোত্রটিতে প্রায় ৫২টি প্রজাতির খরগোশ অন্তর্ভুক্ত।
|
NOTICE OF
RIGHTS
No part
of this publication may be reproduced, transcribed, stored in a retrieval
system, or translated into any other language or computer language, in any form
or by any means, electronic, mechanical, magnetic, optical, chemical, manual,
or otherwise, without the prior written permission of Edureja Academy except under the
terms of a Edureja Academy License Agreement.
Content
of Copyright : © Edureja Academy & Rejaul Hoque Sarkar - http://edureja.blogspot.com
0 comments:
Post a Comment