CURRENT AFFAIRS || রেলের গ্রুপ ‘ডি’ পদের সম্ভাব্য ২০টি - EDUREJA

Latest News

CURRENT AFFAIRS || রেলের গ্রুপ ‘ডি’ পদের সম্ভাব্য ২০টি


রেলের গ্রুপ ‘ডি’ পদের সম্ভাব্য ২০টি
CURRENT AFFAIRS







১/ অঞ্জুম মুদগিল কোন্‌ খেলার সাথে যুক্ত?
উত্তরঃ- শ্যুটিং।
২/ ভারতে প্রথম আন্তঃলিঙ্গ (Transgender) বিদ্যালয় “সহজ ইন্টারন্যাশনাল” (Sahaj International) কোন্‌ রাজ্যে চালু হয়েছে?
উত্তরঃ- কেরল।
৩/ ২০১৭-১৮ সালে “ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম” অনুযায়ী ভারতের স্থান কত?
উত্তরঃ- ৬২
৪/ ২০১৮ সালে ‘সুলতান আজলান শাহ কাপ’-এ কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?


উত্তরঃ- অস্ট্রেলিয়া।




৫/ বলিউড অভিনেত্রী শ্রীদেবী কবে মারা যান?
উত্তরঃ- ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি
৬/ ‘বিশ্ব পরিবেশ দিবস’ (২০১৮) আয়োজন করেছে কোন দেশ?
উত্তরঃ- ভারত।
৭/ ‘প্রেস ইনফর্মেশন ব্যুরো’র প্রধান এখন কে?
উত্তরঃ- টি. এস. বাকু।
৮/ সকালের প্রার্থনার সময় সব স্কুলে গায়ত্রী মন্ত্র স্তব করানোর সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্যের সরকার?
উত্তরঃ- হরিয়ানা।
৯/ ৯০তম অস্কার অনুষ্ঠানে কোন চলচ্চিত্র শ্রেষ্ঠ সম্মান পেল?
উত্তরঃ- দ্য শেপ অফ ওয়াটার।


১০/ ২০২১ সালে মহিলা বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ- নিউজিল্যান্ড।
১১/ ২০১৮ অনূর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তরঃ- ভারত।
১২/ ভারতের প্রথম ‘গ্রীন মেট্রো স্টেশন’এর তকমা কোন মেট্রো স্টেশন পেল?
উত্তরঃ- দিল্লি।
১৩/ SEBI-এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
উত্তরঃ- অজয় কুমার।
১৪/ ৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ- গোয়া।




১৫/ গুজরাতের ১৬তম মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ বাক্য পাঠ করেছেন?
উত্তরঃ- বিজয় রূপানী।
১৬/ ২০১৭ সালে কোন ফুটবল ক্লাব ‘ক্লাব ফুটবল বিশ্বকাপ’ জিতেছে?
উত্তরঃ- রিয়েল মাদ্রিদ।
১৭/ কোন বলিউড অভিনেত্রী ‘PETA’ এর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ- অনুষ্কা শর্মা।
১৮/ ২০১৭ সালে ভারত কোন দেশকে হারিয়ে মহিলা হকি এশিয়া কাপ জিতেছে?
উত্তরঃ- চিন।
১৯/ ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কাজুও ইসিগুরো কোন দেশের নাগরিক?
উত্তরঃ- যুক্তরাজ্য।
২০/ দক্ষিন আফ্রিকার রাষ্ট্রপতি এখন কে?
উত্তরঃ- সিরিল রামাফোসা।








NOTICE OF RIGHTS
No part of this publication may be reproduced, transcribed, stored in a retrieval system, or translated into any other language or computer language, in any form or by any means, electronic, mechanical, magnetic, optical, chemical, manual, or otherwise, without the prior written permission of Edureja Academy except under the terms of a Edureja Academy License Agreement.
Content of Copyright : © Edureja Academy & Rejaul Hoque Sarkar - http://edureja.blogspot.com
Source : KARMASANGSTHAAN


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: CURRENT AFFAIRS || রেলের গ্রুপ ‘ডি’ পদের সম্ভাব্য ২০টি Description: Rating: 5 Reviewed By: Rejaul Hoque Sarkar
Scroll to Top