মাধ্যমিক (২০১৮) ভূগোলের ৮১টি সম্ভাব্য MCQ - EDUREJA

Latest News

মাধ্যমিক (২০১৮) ভূগোলের ৮১টি সম্ভাব্য MCQ


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা সংসদের অন্তর্গত যে সকল ছাত্রছাত্রী ২০১৮ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সুবিধার্থে ভূগোল বিষয়ের ৮১টি সম্ভাব্য MCQ প্রকাশ করা হল। 



১. আকাশে মেঘের অবস্থান পরিমাপের একক কী?
উঃ অক্‌টা



২. সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে কী বলে?
উঃ খোশ
৩. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কী?
উঃ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট, দিল্লী।



৪. কোন্‌ শিল্পকে শিল্পের শিল্প বলা হয়?
উঃ মোটরগাড়ি শিল্পকে।

৫. কেরালার মালাবার উপকুলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
উঃ টেরিস

৬. ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম কী?


উঃ কর্নাটকের কোডাগু জেলা। (২০১৬ সালের হিসাবে ১১৯,৮৬০ মেট্রিক টন)

৭. উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন্‌ পরিবহন ব্যবস্থাকে?
উঃ জলপথ পরিবহন ব্যবস্থাকে।

৮. ভারতের জীবনরেখা বলা হয় কোন্‌ পরিবহন ব্যবস্থাকে?
উঃ রেলপথ পরিবনকে।

৯. মৌসুমি বিস্ফোরন দেখা যায় কোন্‌ ঋতুতে?


উঃ গ্রীষ্ম ঋতুতে।

১০. পাঞ্জাবের নিচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কী বলে?
উঃ ধায়া।

১১. আবহাওয়ার পূর্বাভাস কিসের মাধ্যমে পাওয়া যায়?
উঃ উপগ্রহ চিত্রের মাধ্যমে।

১২. ইউরোপে গ্রীষ্ম কালে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুটির নাম কী?
উঃ ফন



১৩. কাংড়া উপত্যকাটি অবস্থিত ভারতের কোন্‌ অংশে?
উঃ হিমাচল প্রদেশে।

১৪. ভারতের ব্যস্ততম সড়কপথের নাম কী?
উঃ NH2

১৫. ল্যাটিন শব্দ কাসপেটকথার অর্থ কী?
উঃ তীক্ষ্ণ

২৬. কোন্‌ নিয়ত বায়ুর অপর নাম পূবালী বায়ু?
উঃ আয়ন বায়ু

২৭. সমুদ্র উপকুল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলা হয়?
উঃ ফিয়র্ড


২৮. ভারতের নায়াগ্রাবলা হয় কোন্‌ জলপ্রপাতকে?
উঃ ছত্তিশগড়ের চিত্রকুট জলপ্রপাতকে।

২৯. পীরপঞ্জাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ ইন্দ্রাসন।

৩০. পেরিজির সঙ্গে সিজিগির মিলনে যে প্রবল জোয়ার সংঘটিত হয় তাকে কী বলে?
উঃ প্রক্সিজিয়ান

৩১. ভারতের মক্কা বলা হয় কোন্‌ শহর কে?
উঃ সুরাট

৩২. ছত্তিশগড়ের দক্ষিনের মালভূমির নাম কী?
উঃ দন্ডকারণ্য

৩৩. মৌসুমি বায়ু কোন মহাসাগরে প্রবাহিত হয়?
উঃ ভারত মহাসাগরে

৩৪. কৃষ্ণ মৃত্তিকার রঙ কালো হয় কোন্‌ অক্সাইডের কারনে?
উঃ টাইটানিয়াম অক্সাইড

৩৫. ভারতে চাষযোগ্য জমির কত শতাংশ জমিতে গম চাষ করা হয়?
উঃ ১৫ শতাংশ

৩৬. ভারতের প্রতিরক্ষা যান নির্মিত হয় এমন একটি শহর হল কী?
উঃ জব্বলপুর

৩৭. কোন্‌ দুই মাসে বায়ুচাপের পার্থক্য সর্বাধিক পরিলক্ষিত হয়?
উঃ জানুয়ারি ও জুলাই মাসে।

৩৮. উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা সারাবছর প্রায় সরলরেখায় অবস্থান করে কোন্‌ জলবায়ু অঞ্চলে?
উঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

৩৯. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম মূখি ঢালে কোন ধরণের মৃত্তিকা দেখা যায়?
উঃ ল্যাটেরাইট মৃত্তিকা।



৪০. ইউট্রোফিকেশান কোন্‌ উৎসের বর্জ্যের প্রভাবে ঘটে?
উঃ কৃষিজ বর্জ্য ও গৃহস্থালিয় বর্জ্য।

৪১. উত্তর-পূর্ব ভারতের পর্বতশ্রেনি গুলিকে কী নামে ডাকা হয়?
উঃ পূর্বাচল

৪২. নদী যে পরিমান বস্তু বহন করে তাকে কী বলে?
উঃ নদীর বহন ক্ষমতা বলে

৪৩. পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ কলকাতা

৪৪. ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কী?
উঃ খারদুংলা

৪৫. ভূপৃষ্ঠে গড় ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে কত মিলিবার?
উঃ ১২.৬ মিলিবার।

৪৬. কোনো একটি মাসে সব্বোনিম্ন ভাটা কখন দেখা যায়?
উঃ অমাবস্যা তিথিতে

৪৭. নরওয়েতে স্ক্র্রাবার থেকে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ কোনটি?
উঃ লেজিওনিয়ার্স।

৪৮. বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহনের প্রক্রিয়ার নাম লিখ।
উঃ পাইরোলিসিস।
৪৯. বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলা হয়?
উঃ ইনসিনারেশন।

৫০. ভারতে বিপদজনক বর্জ্য আইনটি প্রচলিত হয় কবে?


উঃ ১৯৮৯ সালে।

৫১. গ্রাবরেখা পুঁতির মালার মত গঠিত হলে তাকে কি বলে?
উঃ অগ্রবর্তী গ্রাবরেখা বলে

৫২. তুলা উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়?
উঃ জিনিং

৫৩. কোন্‌ বিখ্যাত ঐতিহাসিক ডেল্টা বা বদ্বীপের নামকরণ করেন?
উঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস

৫৪. চান্দ্রদিন কত দিনে হয়?
উঃ ২৭ দিন ৮ ঘন্টা

৫৫. একটি দীর্ঘস্থায়ী পরিবেশ দূষক হল কী?
উঃ DDT

৫৬. আফ্রিকার স্টেপস তৃনভূমি কি নামে পরিচিত?
উঃ ভেল্ড।

৫৭. তরল বর্জ্যের অপসারণ ব্যবস্থাকে কি বলে?
উঃ নিষ্কাশন

৫৮. একটি শিল্পজাত কঠিন বর্জ্যের নাম লেখো।
উঃ বাই ফিলাইস যৌগ

৫৯. শিবালিক পর্বতের পাদদেশে অনেকগুলি পলল পাখা যুক্ত হয়ে যে ভূমিরূপ তৈরী হয় তার নাম কী?


উঃ ভাবর

৬০. একটি ধাতব বিষাক্ত বর্জ্যের নাম লেখো।
উঃ পারদ
৬১. খাম্বাত উপসাগরে পতিত একটি নদীর নাম লেখো।
উঃ তাপ্তি

৬২. কোন্‌ অরন্যকে ভারতের সাভানা বলা হয়?
উঃ শুষ্ক পর্ণমোচী অরন্যকে।

৬৩. ভারতের একটি আল্পীয় উদ্ভিদের নাম লেখো।
উঃ রডোডেন্ড্রন

৬৪. ত্রিম্বক উচ্চভূমি থেকে যে নদীটি সৃষ্টি হয়েছে তার নাম কী?
উঃ গোদাবরী

৬৫. উন্মুক্ত এলাকাসহ কৃষি জমির রঙ উপগ্রহচিত্রে কোন্‌ রঙে দেখানো হয়?
উঃ সাদা

৬৬. ভারতের কোন্‌ কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী?
উঃ চন্ডিগড়

৬৭. নরওয়ে উপকুলে বরফ মুক্ত থাকে কোন্‌ সামুদ্রিক স্রোতের প্রভাবে
উঃ উপসাগরীয় স্রোতের শাখা উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে।

৬৮. মালনাদ শব্দের অর্থ কী?
উঃ উচ্চভূমি

৬৯. মাউন্ট তাকাহি কিসের উদাহরণ?
উঃ নুনাটক্‌সের উদাহরণ


৭০. সুসিমা স্রোত কোন্‌ মহাসাগরে দেখা যায়?
উঃ প্রশান্ত মহাসাগরে

৭১. সিজিগি শব্দের অর্থ কী?
উঃ যোগ বিন্দু

৭২. বর্জ্য কাচ কিসের বিকল্প হিসাবে ব্যবহার হয়?
উঃ অ্যাসফল্টের বিকল্প হিসাবে।

৭২. জলে দ্রবীভূত অক্সিজেন ব্যাকটেরিয়ার প্রভাবে কমে গেলে তাকে কী বলে?
উঃ BOD (Biological Oxygen Demand)

৭৩. অ্যালগি জাতীয় জলজ উদ্ভিদের বৃদ্ধির মাধ্যমে জলাশয় ভরাট হয়ে গেলে তাকে কী বলে?
উঃ ইউট্রোফিকেশন।

৭৪. ছোটোনাগপুর মালভূমির উচ্চতম অংশ কোন্‌ অঞ্চল?
উঃ প্যাট অঞ্চল

৭৫. আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝের অংশের নাম কী?
উঃ দ্য গ্রেট ফল্ট।

৭৬. গঙ্গার বাম তীরের দীর্ঘতম উপনদীর নাম কী?
উঃ ঘর্ঘরা (১০৮০ কিমি)।

৭৭. ভারতের বৃহত্তম জলাভূমি কোন্‌টি?
উঃ তামিলনাডুর ভিলুপুরম উপদ্বীপের কালিভেলি লবণাক্ত হ্রদ।



৭৮. উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মাটি কী নামে পরিচিত?
উঃ ধাঙ্কার।

৭৯. ভারতে অরন্য আচ্ছাদনের পরিমান সর্বনিম্ন কোন্‌ রাজ্যে?
উঃ পাঞ্জাব।

৮০. ভারতের আন্তর্জাতিক জাতীয় সড়কপথ কোনটি?
উঃ NH 35 (কলকাতা- যশোহর)

৮১. এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯৫ সালের ১ এপ্রিল।


প্রশ্ন সূত্র- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নাবলি সংকলন ২০১৭-১৮
© Reserved by EduReja


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: মাধ্যমিক (২০১৮) ভূগোলের ৮১টি সম্ভাব্য MCQ Description: Rating: 5 Reviewed By: Rejaul Hoque Sarkar
Scroll to Top