VISUAL BASIC - 2 - EDUREJA

Latest News

VISUAL BASIC - 2

VISUAL BASIC - 2
REJAUL HOQUE SARKAR

DOWNLOAD THIS NOTE


DAY – 2 NOTE                        BY – REJAUL HOQUE SARKAR OWNER/DEVELOPER of EduReja

ফর্ম ডিজাইন উইন্ডোঃ-
/ ভিসুয়াল বেসিকের সাহায্যে ইন্টারফেস তৈরির প্রধান উপাদান হল ফর্ম ডিজাইন উইন্ডো।
২/ ফর্ম ডিজাইন উইন্ডোতে প্রোগ্রামের প্রয়োজনীয় কন্ট্রোলগুলিকে রেখে ফর্ম ডিজাইন করা হয়।
৩/ ভিজুয়াল বেসিকের প্রোগ্রামগুলি এক বা একাধিক ফর্মের সমষ্টি। প্রোগ্রাম Run করলে ফর্মগুলি উইন্ডো আকারে প্রদর্শিত হয়।
৪/ এই উইন্ডোর সাহায্যে কোন ফর্মের ডিজাইন পরিবর্তন করা যায়।  

প্রোজেক্ট এক্সপ্লোরার উইন্ডোঃ-
১/ সাধারণত ভিসুয়াল বেসিক IDE-এর ডানদিকে থাকে প্রোজেক্ট এক্সপ্লোরার উইন্ডো।
২/ ভিজুয়াল বেসিক যেকোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন প্রোজেক্ট তৈরির মাধ্যমে করতে পারে।
৩/ প্রোজেক্টের মধ্যে প্রোগ্রামের ফর্মগুলি অবস্থান করে। প্রোজেক্ট ফাইলের এক্সটেনশন হল  .VBP
৪/ ভিজুয়াল বেসিকে ব্যবহৃত প্রোজেক্ট উপাদাঙ্গুলি (যেমন—Form, Module, Active Control) এক্সপ্লোরার উইন্ডোতে দেখা যায়।
৫/ প্রোজেক্ট নামের ওপর রাইট ক্লিক করলে একটা পপ-আপ মেনু বক্স দেখা যায়, যেখান থেকে প্রোজেক্টের Properties অপশনে ক্লিক করে প্রোজেক্টের বৈশিষ্ট্যসমূহ নির্দিষ্ট করা যায়।  

প্রোজেক্টের নাম পরিবর্তন করার পদ্ধতিঃ-
১/ প্রোজেক্ট এক্সপ্লোরার উইন্ডোর প্রোজেক্ট নামের ওপর রাইট ক্লিক করলে একটি পপ-আপ মেনু বক্স আসবে।
২/ এখান থেকে Project Properties অপশনে রাইট ক্লিক করলে Project1 Properties নামে একটি ডায়ালগ বক্স দেখা যাবে।
৩/ এই ডায়ালগ বক্স থেকে General ট্যাবে ক্লিক করে Project Name : টেক্সটবক্সের মধ্যে প্রোজেক্টের নতুন নামটি টাইপ করতে হবে।
৪/ এরপর OK বাটনে ক্লিক করলে প্রোজেক্টের নাম পরিবর্তিত হয়ে যাবে।

মনে রাখবেঃ- ভিসুয়াল বেসিকের IDE-তে প্রোজেক্ট এক্সপ্লোরার উইন্ডো দেখা না গেলে View মেনু থেকে Project Explorer অপশনে ক্লিক করতে হবে।
[View à Project Explorer]
অথবা, কিবোর্ডে Ctrl + R কি প্রেস করতে হবে।


 DOWNLOAD THIS NOTE


Follow EduReja => www.twitter.com/edu_reja
Like EduReja => www.facebook.com/edureja1
Email us => edureja_academy@rediffmail.com  //  edureja@rediffmail.com


Next Note will published on 31/08/2016

GO TO => 1
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: VISUAL BASIC - 2 Description: Rating: 5 Reviewed By: Rejaul Hoque Sarkar
Scroll to Top