VISUAL BASIC - 1 - EDUREJA

Latest News

VISUAL BASIC - 1


প্রশ্ন : ভিসুয়াল বেসিক কী? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
ভিসুয়াল বেসিকঃ- এটি একটি উইন্ডোস ভিত্তিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
বৈশিষ্ট্যঃ-
/ ভিসুয়াল বেসিক হল Basic (Beginner’s All-purpose Symbolic Instruction Code)-এর উন্নত সংস্করণ।
২/ ভিসুয়াল বেসিক হল চতুর্থ প্রজন্মের event-driven প্রোগ্রামের ভাষা।
৩/ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) তৈরির কাজে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই কার্যকরী।
৪/ ভিসুয়াল বেসিকের সাহায্যে প্রোগ্রামিং করা হল ফর্ম এবং আনুসাঙ্গিক কন্ট্রোলগুলির মধ্যে সমন্বয় সাধন করা।
৫/ ভিজুয়াল বেসিকের সাহায্যে প্রোগ্রাম না লিখে প্রয়োজনীয় কন্ট্রোলগুলি drag-and-drop পদ্ধতির সাহায্যে ফর্ম তথা প্রোগ্রামে ব্যবহার করা যায়।
৬/ ভিসুয়াল বেসিক হল একটি Integrated Development Environment (IDE) যার সাহায্যে প্রোগ্রাম তৈরি, সংশোধন, পরিবর্তন পভৃতি খুব সহজেই করা যায়।

প্রশ্ন : ভিসুয়াল বেসিকের সাহায্যে কী কী কাজ করা যায়?
ভিসুয়াল বেসিকের কাজঃ-
১/ ভিসুয়াল বেসিকের সাহায্যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ইন্টারফেস তৈরি করা যায়।
২/ বিভিন্ন ধরনের ফাইল যেমন – Text, Binary Database ফাইল নিয়ে কাজ করা যায়।
৩/ ডেটাবেস ফাইল নিয়ে সরাসরি কাজ করার জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা যায়।
৪/ গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন তৈরি করা যায়।
৫/ বিভিন্ন ধরনের উইন্ডোস অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করা যায়।

প্রশ্ন : কীভাবে ভিসুয়াল বেসিক চালু করবে?
ভিসুয়াল বেসিক চালু করার পদ্ধতিঃ-
১/ Start বাটনে ক্লিক করে Programs/All Programs অপশনে মাউস পয়েন্টার রাখলে যে অপশনগুলি দেখা যায় সেখান থেকে Microsoft Visual Basic 6.0-তে মাউস পয়েন্টার রাখতে হবে।
২/ এরপর Microsoft Visual Basic 6.0 অপশনে ক্লিক করতে হবে।
৩/ স্ক্রিনে Microsoft Visual Basic-এর একটি প্রোজেক্ট উইন্ডো প্রদর্শিত হবে।
৪/ এখান থেকে New ট্যাবের মধ্যে Standard EXE আইকনে সিলেক্ট করে Open বাটনে ক্লিক করতে হবে।
৫/ ভিসুয়াল বেসিকের IDE স্ক্রিনে দেখা যাবে।


মনে রাখবেঃ- ভিসুয়াল বেসিকের সাহায্যে অত্যন্ত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। প্রোগ্রামিং-এর কাজ দীর্ঘ সময় অপচয় না করে ভিসুয়াল বেসিকের সাহায্যে স্বল্প সময়ে করা সম্ভব। এই কারণে ভিসুয়াল বেসিক-কে Rapid Application Development (RAD) টুল বলা হয়। 

এই অংশটি DOWNLOAD করুন => DOWNLOAD
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: VISUAL BASIC - 1 Description: Rating: 5 Reviewed By: Rejaul Hoque Sarkar
Scroll to Top