১. ২০১৮ সালের কমনওয়েলথ
গেমসে খেলার ছাড়পত্র পেলেন সাক্ষী মালিক।
২. মুম্বাই আইআইটি তে এলো বিশ্বের প্রথম
রোবোট নাগরিক সোফিয়া।
৩. ভারতীয় সেন্সর বোর্ড
বিতর্কিত “পদ্মাবতী”
ছবিটিকে “পদমাবৎ” নামে মুক্তির ছাড়পত্র দিয়েদিলেন।
৪. চাকুরীর অধিকারকে মৌলিক
অধিকারের স্বীকৃতি দেওয়ার দাবিতে উত্থাপিত বেসরকারি বিল খারিজ হল রাজ্যসভায়।
৫. মাউন্ট এভারেস্ট সহ বেশ
কয়েকটি পর্বতশৃঙ্গে একক অভিযান নিষিদ্ধ করতে চলেছে নেপাল সরকার। দুর্ঘটনা এড়াতেই
এই সিদ্ধান্ত বলে জানা গেলো।
৬. চীনের শানডং প্রদেশে
ওয়্যারলেস চার্জিং সুবিধাযুক্ত হাইওয়ের উদ্বোধন হল।
৭. ২০১৮ কমনওয়েলথ গেমের জন্য উত্তীর্ণ হলেন সুশীল কুমার।
৮. কাজাখস্তানে আয়োজিত Galym Zharylgapov বক্সিং টুর্নামেন্টে তিনটি সোনা, একটি
রূপো এবং একটি ব্রোঞ্জ পেল ভারতীয় খেলোয়াড়েরা।
৯. প্রয়াত হলেন বাংলা সিনেমার
স্বনামধন্য শিল্পী পার্থ মুখোপাধ্যায়।
১০. আগামী ফেব্রুয়ারিতেই শুরু
হতে চলেছে মুম্বাইয়ের প্রথম টেক্সটাইল মিউজিয়াম।
১১. শৈত্যপ্রবাহের জেরে ২০১৮
সালে ফের জমে গেল নায়াগ্রা জলপ্রপাত।
১২. কৃষিব্যবস্থার
আধুনিকীকরণের জন্য তামিলনাড়ুকে ২০৩৬ কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাংক।
১৩. ভারতের মধ্যে
ব্যাঙ্গালুরুই প্রথম শহর যা নিজস্ব সরকারী লোগো পেল।
১৪. ব্যাঙ্গালোরের প্রতিটি
হাসপাতালে ২০১৮ সালে জন্ম নেওয়া প্রথম কন্যা শিশুকে বিনামূল্যে শিক্ষাগ্রহণের
সুবিধা দেওয়া হবে বলে জানালেন মেয়র সম্পদ রাজ।
১৫. আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে
যোগ দেবার কথা ঘোষণা করলেন অভিনেতা রজনীকান্ত। নতুন দল ্বানাবেন বলে ঘোষোনা করেন
তিনি ।
১৬. ওয়ার্ল্ড ব্লিটজ চেস
চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বিশ্বনাথন আনন্দ।
১৭. ন্যাশনাল শ্যূটিং চ্যাম্পিয়নশিপে ২৫মি
পিস্তল বিভাগে সোনা জিতলেন অনিশা সঈদ।
১৮. ‘দি সাউন্ড অফ মিউজিক’ ছবির
জন্য খ্যাত অভিনেত্রী হিথার মেনজিস-ইউরিখ প্রয়াত হলেন।
১৯. মুকেশ আম্বানির রিলায়েন্স
জিও অনিল আম্বানির আর.কমের মোবাইল এর সমস্ত পরিকাঠামো অধিগ্রহণ করল।
২০. ইন্ডিগো এয়ারলাইন ভারতের
একমাত্র বিমান সংস্থা যারা এক বছরে ১০০০ জাতীয় এবং আন্তর্জাতিক উড়ান সম্পন্ন করে
অন্যতম একটি রেকর্ড করল।
------------------------------
Those persons who are interested/ wanted to upload their Notes/ Suggestions etc. in our Website are requested to Email Their Documents ( in .doc / .docx) format in our Email (edureja@rediffmail.com). They are also requested to write their Name, Mobile No., Qualification with Designation in Description. The Subject should be "File to Upload - Subject Name".
0 comments:
Post a Comment